কোনো ভ্রমণ প্যাকেজ বুক করার আগে এই বিষয়গুলো খেয়াল করুন:
প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করুন।
১। অধিকাংশ লোভনীয় অফারের মধ্যেই প্রতারণার বীজ রোপিত থাকে। ফেসবুকে এমন অফার দেখলে সন্দেহ করুন এবং ভালোভাবে যাচাই করুন ভ্রমণ পরিচালনা তারপর বুকিং করুন।
২। ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠান বা ফেসবুক গ্রুপটি কতটা নির্ভরযোগ্য, তা তাদের কার্যক্রম দেখে বোঝার চেষ্টা করুন। বৈধ ব্যবসায়িক লাইসেন্স আছে কি না, যাচাই করুন।
৩। রাজধানীর অভিজাত এলাকায় অফিস হলেই প্রতিষ্ঠানটির প্রতি আস্থা রাখবেন না। পরিচিত কেউ সেবা নিয়ে থাকলে তাঁর অভিজ্ঞতা শুনুন।
৪। একই সেবা সমমানের অন্য কোনো প্রতিষ্ঠানের চেয়ে কম মূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকলে সন্দেহ করুন, কেন এমন অফার দিল, তা জানার চেষ্টা করুন। অবশ্যই চটকদার বিজ্ঞাপনের প্রলোভনে পড়বেন না।
৫। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে প্যাকেজ বুকিংয়ের আগে প্রতিষ্ঠানটির সুনাম ও ব্যবসায়িক প্রোফাইল ভালোভাবে ঘেঁটে দেখুন।
৬। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি টোয়াব, আটাবসহ পর্যটন ও ভ্রমণসংক্রান্ত নিবন্ধিত কোনো সংগঠনের সদস্য কি না, যাচাই করুন।
৭। কোনো কারণে আপনি ভ্রমণ বাতিল করলে বুকিং মানি কীভাবে ফেরত পাবেন, সেই নীতিমালাও আগেভাগে জেনে রাখুন।
৮। প্রতিশ্রুতির সঙ্গে কাজের মিল না পেলে সন্দেহ করুন। আর প্রতারিত হয়েছেন সন্দেহ হলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করুন, আইনানুগ ব্যবস্থা নিন।